আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক বিরোধী পৃথক বিশেষ অভিযানে গাঁজাসহ ৮জনকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি)২০২৩ ইং। রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামের পরিচালনায় শ্রীমঙ্গল থানার এস.আই আনোয়ারুল ইসলামের সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শহরতলীর বুরবুড়িয়া চা বাগানে অভিযান পরিচালনা করে, চা বাগানের জনৈক বাদল রিকিয়াসনের বাড়ি থেকে, বাবুল মিয়া, মানিক রিকিয়াসন, সাজু মিয়া, মহসিন মিয়া ও খোকন মিয়াকে আটক করা হয়।
এসময় আটকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে শ্রীমঙ্গল থানার এস.আই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরতলীর সুইনগর ইসলাম বাগ রেল লাইনের দক্ষিণ পাশ থেকে সনু মিয়া, আক্তার হোসেন দোলন ও মো: শামীমকে আটক করে। এ সময় আটককৃতদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান,মৌলভীবাজার জেলা পুলিশ সুপার, মোহাম্মদ জাকারিয়া স্যারের নির্দেশে ও অফিসার ইনচার্জ মো জাহাঙ্গীর হোসেন সরদার স্যারের পরিচালনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন, পৃথক দুটি অভিযানে ১কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। শ্রীমঙ্গল থানা, পুলিশ জনগণের পাশে আছে। যে কোনো প্রয়োজনে বা যে কোনো মাদক বিক্রেতাদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৩