ডেস্ক নিউজ : দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হেলথ কার্ড দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়টি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে ৬০ হাজার বেড রয়েছে, সরকারি জনবল রয়েছে ৩ লাখ লোক। নতুন কর্ম পরিকল্পনা আরও ৩ লাখ লোক নিয়োগ দেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোলট্রি ও ডেইরি সেক্টরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য নীতিমালা করা হবে। এজন্য কাজ চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২১