স্পোর্টস ডেস্ক : বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ফরচুন বরিশালের হয়ে উপস্থিত ছিলেন মিরাজ। এরপর গত ৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে টস করতে নামেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। বিষয়টা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান সবাই।
কেউ কেউ মন্তব্য করেন বসেন, হয়তো মিরাজের কাঁধে গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েই এবারের আসরটা পার করবে বরিশাল। অবশ্য সে ধারণা পাল্টে যেতেও বেশি সময় লাগল না। ফরচুন বরিশালের হয়ে নেতৃত্বে প্রথম ম্যাচই হয়ে থাকল মিরাজের শেষ।
এবারের বিপিএলে বরিশালের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে সিলেটের কাছে ৬ উইকেটে হেরে যায় দলটি। নিজেদের পরাজয়ের দিনে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ৩২ বলে মোকাবেলায় খেলেন ৬৭ রানের ঝড়ো ইনিংস। এবার নেতৃত্ব ফিরে পেয়ে মাগুরার এই ক্রিকেটার দলের ভাগ্য পরিবর্তন করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৪