স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। আজ মঙ্গলবার মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ২৫৪ বরে ২০০ রানের ইনিংস উপহার দিয়েছেন। যাতে ছিল ১৬টি চার এবং ২টি ছক্কা। রিকি পন্টিংয়ের পর ওয়ার্নার দ্বিতীয় অস্ট্রেলীয় ক্রিকেটার, যিনি শততম টেস্টে সেঞ্চুরি করলেন। ওয়ার্নারের আগে বিশ্বে এমন কীর্তি গড়েছেন আরও ৯ জন।
১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের কলিন কৌড্রে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শততম টেস্টে তিনি করেছিলেন ১০৪ রান। কৌড্রের পর শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ১৯৯০ সালে শততম টেস্টে সেঞ্চুরি করেন। গত বছর এই তালিকায় ৯ম ব্যাটার হিসাবে নাম ওঠে জো রুটের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ক্যারিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
এছাড়া শততম টেস্টেস সেঞ্চুরি করেছিলেন- অ্যালেক্স স্টুয়ার্ট (ইংল্যান্ড), ইনজামাম উল হক (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) এবং হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)। উল্লেখ্য, এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই বল টেম্পারিং করে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। সেই দলের বিপক্ষেই শততম টেস্টে পেলেন ডাবল সেঞ্চুরি। মাঠে নামার আগে ওয়ার্নার বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেলার স্বপ্ন ছিল। ১০০টা টেস্ট হয়ে গেল। এই আবেগ প্রকাশের ভাষা নেই। ‘
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০