ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, ‘গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। তারা এমন হারা হেরেছে যে আর কি খেলা দেখাবে। ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া ৩টি ডিম পেড়েছে। আমি তো মনে করি, ৩০ ডিসেম্বর গাধা ডিম পাড়বে।’
বিএনপির সিনিয়র নেতা মঈন খান সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করতে চায়–এ বিষয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মঈন খান ভুলে গেছেন, তার বাবা জিয়াউর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী ছিলেন। তখন দেশে কারফিউ দিয়ে রাখা হতো। তখন ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরে কারফিউ থাকত। পুরো শহর যেন কারাগার ছিল। আজ কি সে পরিস্থিতি আছে?’ জিয়াউর রহমান দেশটাকে কারাগার বানিয়ে ফেলেছিল মন্তব্য করে ড. হাছান বলেন, ‘এখন যারা এর জন্য আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন, তারা নিজের চেহারাটা আয়নায় দেখুন।’
বিএনপি নেতাদের জামিন সংক্রান্ত বিষয়ে বলেন, ‘বাংলাদেশের আদালত স্বাধীন, যাদের জামিন দেয়া সম্ভব তাদের জামিন দেয়া হচ্ছে। আমানউল্লাহসহ অনেকেই জামিন পেয়েছেন।’হোটেল সারিনা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘নকশাবহির্ভূত ১৫ তলার অনুমোদন নিয়ে ২১ তলা বানিয়েছে হোটেল সারিনা। দুদক খুঁজে বের করে ব্যবস্থা নিয়েছে। যারা আইনপ্রণেতা হতে চান, তাদের আইনবহির্ভূত কাজ করা উচিত নয়। এমন আরও আছে।’
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০