রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন

সরকারবিরোধী সব দলকে গোলাপবাগে ডেকেছে বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে সায়েদাবাদ বাসটার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে হচ্ছে ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সকাল ১১টায় শুরু হবে।

জোট ভেঙে যাওয়ার পর যুগপৎ আন্দোলনের লক্ষ্যে সরকারবিরোধী যে সব রাজনৈতিক দলের সঙ্গে ‘শলাপরামর্শ’ করে ঐকমত্য হয়েছে বিএনপি, সে সব দলগুলোকে গোলাপবাগ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মোশাররফ। পাশাপাশি সরকারবিরোধী দলগুলোকে অনুরোধ তিনি জানিয়েছেন, যে তারা যেন নিজেরাও আলাদাভাবে কর্মসূচি পালন করে।

বুধবারের সংঘর্ষের দুই দিন পর শুক্রবার বিএনপির প্রস্তাবেই গোলাপবাগ মাঠ তাদেরকে বরাদ্দ দেয় ঢাকা মহানগর পুলিশ। এরপর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ড. খন্দকার মোশাররফ।

গোলাপবাগে সমমনা দলগুলোকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে সব নেতাকর্মী, সব পর্যায়ের জনগণ ও ভবিষ্যতে যুগপৎ আন্দোলনে যে সব দল, ব্যক্তি আমাদের সহযোগিতা করবেন আমি তাদের উদ্দেশে বলতে চাই, আগামীকাল গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ আমরা সকাল ১১টা থেকে শুরু করব। আমরা আমাদের সব নেতাকর্মী, সমর্থক এবং অন্যান্য দল যারা ভবিষ্যতে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করবে, তাদের সবাইকে এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আহ্বান জানাতে চাই, আপনারা আগামীকাল শান্তিপূর্ণভাবে এই সমাবেশ সফল করার জন্য উপস্থিত হবেন।

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ রাত ৯.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit