স্পোর্টস ডেস্ক : চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন করিম বেনজিমা। তবে তাঁর বদলি হিসেবে আর কাউকে দলে ডাকবেন না বলে জানিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। দলে থাকা ২৫ ফুটবলারের ওপরই আস্থা রাখছেন তিনি। বেনজিমার পরিবর্তে কাকে দলে ডাকবেন―এমন প্রশ্নের জবাবে দেশমের উত্তর ছিল ‘না’।
বিশ্বকাপজয়ী এই কোচ আরো বলেন, ‘আমাদের দারুণ একটা দল আছে। যাদের মান অনেক ওপরে। মাঠ ও মাঠের বাইরে তারা সব কিছু করতে পারে। তাদের মধ্যে একতা আছে। আমি তাদের ওপর আস্থা রাখছি। ’বেশ কিছুদিন ধরেই চোটে ভুগছিলেন করিম বেনজিমা। ওই চোট কাটিয়ে শনিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন বেনজিমা। তবে পেশিতে আবারও সমস্যা দেখা দিলে অনুশীলন শেষ করতে পারেননি। এর পরই খবর আসে বিশ্বকাপেই আর খেলতে পারবেন না তিনি। রয়টার্স
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮