এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রাইভেট হাসপাতাল জমজম থেকে মোহাম্মাদ হুমায়ুন কবির নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে গোয়েন্দা সংস্থা ও চকরিয়া থানা পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জামান তাকে আটক করেন।
আটক হুমায়ুন কবির মুন্সিগঞ্জ জেলা সদরের টরকিচর ইউনিয়নের টরকি ইসলামপুর এলাকার দিদারুল আলমের ছেলে। জানা যায়, ডাক্তার হুমায়ুন কবির কয়েক বছর ধরে এমবিবিএস ডাক্তারের ভুয়া সনদ নিয়ে চকরিয়া উপজেলার প্রাইভেট হাসপাতাল জমজমে চিকিৎসা দিচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫