ডেসক্ নিউজ : জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে চীনের এক নাগরিকসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।
রায়ে সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংয়ের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে। কোম্পানিটির পরিচালক খসরু আল রহমানও ১৩ বছরের কারাদণ্ড পেয়েছেন। কোম্পানির পরিচালক মনসুরুল হক ও গোলাম মোস্তফাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াদুদ খান ও ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর ছয় বছর করে কারাদণ্ড হয়েছে।
কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে ওয়াদুদ ও শাহাবুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি চারজন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালে ১৭ জানুয়ারি রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।
মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫