স্পোর্টস ডেস্ক : একটা প্রচলিত কথা আছে, কেউ হৃদরোগে আক্রান্ত হলে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে সবার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ডেনমার্কের সেরা তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য তো নয়ই। গত ইউরোতে নিজেদের প্রথম ম্যাচেই ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে হঠাৎ লুটিয়ে পড়েছিলেন এরিকসেন।
সতীর্থরা ছুটে এসে সিপিআর দিয়ে তার হৃদযন্ত্র চালুর চেষ্টা করেন। গোটা ফুটবল বিশ্বকে তুমুল শঙ্কায় রেখে অচেতন এরিকসন স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
ওই সময় অনেকে ধরেই নিয়েছিল যে, এরিকসেন হয়তো মারাই গেছেন! কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরেও এসেছিলেন এই মিডফিল্ডার। তার দলও সতীর্থকে হারানোর কষ্টকে শক্তিতে পরিণত করে সেমিফাইনালে উঠেছিল। সুস্থ হওয়ার পর এরিকসেন ফিরে আসেন মাঠে। এবার সুযোগ পেয়ে গেলেন কাতার বিশ্বকাপের দলে। বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণার কথা থাকলেও ডেনমার্ক কোচ কাসপার হিউলমান্দ ২১ জনের নাম বলেছেন। পরবর্তীতে আরও ৫ জনকে দলে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
কাতার বিশ্বকাপের জন্য ডেনমার্ক দল :
গোলরক্ষক: কাসপার স্মাইকেল, অলিভার ক্রিশ্চিনসেন
ডিফেন্ডার: সিমন কিয়ার (অধিনায়ক), আন্দ্রেয়াস ক্রিশ্চিনসেন, ইওয়াকিম অ্যান্ডারসেন, ইওয়াকিম ম্যালে, ড্যানিয়েল ভাস, ইয়েন্স স্ট্রিগার লারসেন, ভিক্টর নেলসন, রাসমুস ক্রিশ্চিনসেন।
মিডফিল্ডার: ক্রিশ্চিয়ান এরিকসেন, টমাস ডেলানি, পিয়েরে–এমিল হইবিয়া, মাথিয়াস ইয়েনসেন।
ফরোয়ার্ড: মার্টিন ব্রাথওয়েট, আন্দ্রেয়াস কর্নেলিয়ুস, কাসপার ডোলবার্গ, আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, মিকেল ডামসগার্ড, ইয়োনাস ভিন্ড, ইয়েসপার লিন্ডস্ট্রম।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৮