ডেস্ক নিউজ : হবিগঞ্জের লাখাইয়ে রাস্তা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ইসাক মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহত ইসাক মিয়া উপজেলার বামৈ পূর্ব গ্রামের মৃত হাজী রহমান মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বামৈ পূর্ব গ্রামের শের আলী মেম্বার ও শাহ আলম গোলাপের মধ্যে দীর্ঘদিন একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শুক্রবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইসাক মিয়া নামে এক ব্যক্তি সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টাকালে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার (ওসি) বলেন, পরিস্থিত বর্তমান স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪