আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের মরবিতে মাচ্ছু নদীতে রবিবার ঝুলন্ত সেতু ভেঙে পড়ে প্রাণ হারিয়েছে অন্তত ১৪১ জন। তবে মাচ্ছু নদীতে এটাই প্রথম বিপর্যয় নয়। ১৯৭৯ সালের আগস্ট মাসে অবিরাম বর্ষণে নদীটির ওপরের একটি মাটির বাঁধ দুর্বল হয়ে ভেঙে পড়ে। এতে দোতলা সমান উঁচু বন্যার পানি চার মাইল ভাটিতে নেমে মরবি শহরকে প্লাবিত করে।
এতে শহরটির কয়েক হাজার বাসিন্দা নিহত হয়। সেই সময়ের পত্রপত্রিকার খবরে বলা হয়েছিল, ‘রাস্তার পাশে লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কিছু ভবনের দোতলায় নদীর পানি থেকে কাদার স্তর জমে যায়। শহরের ৬০ শতাংশেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, অনেক বাসিন্দা (শহরটিতে তখন প্রায় ৬০,০০০ লোক ছিল) খাবার ও নিরাপদ পানীয় জলের অভাবে পড়েছিল। বন্যা শহরের টেলিফোন এক্সচেঞ্জেরও ক্ষতি করায় যোগাযোগ কঠিন হয়ে উঠেছিল। সূত্র: বিবিসি
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫