ডেস্ক নিউজ : দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে ত্যাজ্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে দেশের জনগণ। আজ মঙ্গলবার যশোর ও খুলনায় হামলায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে রিজভী এ কথা বলেন।
তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়ালসহ খুলনা ও যশোরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আহত নেতাকর্মীদের দেখতে এসেছি। ’
তিনি খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দলের ৪৮ জন আহত নেতাকর্মীর খোঁজখবর নেন। এ ছাড়া যশোরের কেশবপুরে চারজন এবং মণিরামপুরে পাঁচজন আহত নেতাকর্মীর খোঁজখবর নেন।
আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের আরো তেজদীপ্ত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, হারানো অধিকার ফিরে পাওয়ার আন্দোলন ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ’
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৮