ডেস্ক নিউজ : মিরপুরে পুলিশের ট্রাফিক বক্সে হামলা-ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় জড়িতরা কেউ রিকশাচালক নয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শনিবার (১৫ অক্টোবর) বিকেলে হামলার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তারের পর তিনি এ তথ্য জানান। হারুন অর রশীদ এ সময় বলেন, পুলিশের মনোবল ভেঙে দিতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের মদদ দিয়েছে তাদের কিছু বড় ভাই।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮