ডেস্কনিউজঃ চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ মঙ্গলবার পর্যন্ত টানা ২৩০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। অল্প কয়েক দিনের মধ্যে কিয়েভ দখল নিয়ে সেখানে পুতুল সরকার বসানোর বাসনা নিয়ে পুতিন ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছেন তা এখন পর্যন্ত অধরা। উল্টো ইউক্রেনে রুশ বাহিনীর ব্যর্থতার খবর ক্রমশ বেরিয়ে আসছে।
তবে এতকিছুর পরও পশ্চিমাদের হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনের চার অঞ্চল নিজের করে নিয়েছেন ভ্লাদিমির পুতিন। গত সেপ্টেম্বর মাসে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের জনগণকে রক্ষায় সব ধরনের অস্ত্র ব্যবহার করা হবে।
একইসঙ্গে তিনি বলেন, আমাদের হাতে “বিধ্বংসী নানা ধরনের মারণাস্ত্র” রয়েছে এবং আমাদের হাতে যা আছে, তার সবই ব্যবহার করব। তিনি আরও বলেছিলেন, আমি ধাপ্পাবাজি করছি না।
ক্রেমলিনে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপরে গত ৮ অক্টোবর অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে যে সেতুটি যুক্ত করেছে সেটির ওপর হামলার ঘটনা ঘটে। এটি ছিল পুতিনের জন্মদিনের একদিনের পরের ঘটনা। সেতুতে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে একে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে বর্ণনা করেন ভ্লাদিমির পুতিন।
ওই ঘটনার দুই পর গতকাল সোমবার সকালে ইউক্রেনজুড়ে মুহুর্মুহু হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ৮৪ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯ জন বেসামরিক লোকের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক।
ইউক্রেনে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন স্বয়ং পুতিন। সেইসঙ্গে নতুন করে দেন হুঁশিয়ারি বার্তা। এক ভিডিও বার্তায় পুতিন বলেন, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে জ্বালানি, সামরিক ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। সেইসময় তিনি হুঙ্কার দিয়ে অঙ্গীকার করেছেন রুশ ভূখণ্ডে পরবর্তীতে যেকোনো সন্ত্রাসী হামলার জবাব হবে আরও কঠোর।
ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিশোধ নিতেই রাশিয়া এই হামলা চালিয়েছে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে দখল করে নেয় রাশিয়া।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটি আজ ১২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন যেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে দ্বিতীয়বার ভাবে তা করতেই রাশিয়ার এই জবাব বলে জানাচ্ছেন বিশেসজ্ঞরা। তাই পুতিনের হুমকি যে ফেলে দেওয়ার মতো না তাই আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া গত মাসে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পুতিন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন, তা মোটেও ‘ধাপ্পাবাজি’ না। বিবিসি, সিএনএন, আল-জাজিরা।
কিউএনবি/বিপুল/১১.১০.২০২২/ রাত ১০.৩১