আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি পেসকোভ বলেছেন, সোমবার পুরো ইউক্রেনজুরে যেসব মিসাইল হামলা হয়েছে এগুলো মাত্র ‘প্রথম পর্ব’। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে সামনে আরও মিসাইল হামলা চালানো হবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান মেদভেদেভ টেলিগ্রাম পোস্টে বলেছেন, রাশিয়ার সীমানা ও জনগণকে রক্ষা করার পাশাপাশি ‘ইউক্রেনের রাজনৈতিক সরকারকে ভেঙে দিতে হবে’।
তিনি দাবি করেছেন, বর্তমানে ইউক্রেনের রাজনৈতিক ব্যক্তিবর্গ নাৎসিদের মতো যারা রাশিয়ার বিরুদ্ধে স্থায়ী, সরাসরি এবং পরিস্কার হুমকি দিতে থাকবে। এদিকে ইউক্রেনের সরকার ও প্রেসিডেন্টকে সবসময় নাৎসি তকমা দেওয়ার চেষ্টা করেছে রাশিয়া। তবে রাশিয়ার এ দাবিকে ভুয়া বলে দাবি করে থাকে ইউক্রেন।
দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় তাকে উদারপন্থি রুশ প্রেসিডেন্ট হিসেবে মনে করা হত। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে নিয়ে বিষেদাগার করে থাকেন তিনি।
সূত্র: আল জাজিরা
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪