ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ২৩৭/৩ রানের রেকর্ড গড়েছে স্বাগতিক ভারত। টি-টোয়েন্টিতে এটাই এই স্টেডিয়ামের দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে এই স্টেডিয়ামে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই দুই ম্যাচের একটিতে ভারতকে ১১৮ রানে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া সর্বোচ্চ ১২২/২ রান করেছিল।
তবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিচারে রোববার ভারত নিজেদের দলীয় চতুর্থ সর্বোচ্চ ২৩৭/৩ রান করে। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে ঘরের মাঠ ইন্দোরে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে ২৬০ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত।
আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান লোকেশ রাহুল-রোহিত শর্মা, সুরাইয়া কুমার যাদব ও বিরাট কোহলিরা। তাদের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ২৩৭ রানের পাহাড় গড়ে ভারত।
ওপেনিং জুটিতে মাত্র ৫৯ বলে ৯৬ রান স্কোর বোর্ডে জমা করেন রাহুল-রোহিত। ৩৭ বলে সাত চার আর এক ছক্কায় ৪৩ রান করেন অধিনায়ক রোহিত।
এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া লোকেশ রাহুল। তিনি মাত্র ২৮ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৭ রান করে ফেরেন।
রাহুল-রোহিত আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সুরাইয়া কুমার যাদব ও বিরাট কোহলি। তৃতীয় উইকেটে মাত্র ৪২ বলে ১০২ রানের জুটি গড়েন তারা। নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন সুরাইয়া কুমার। তার আগে মাত্র ২২ বলে ৫টি চার আর ৫টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৬ রান করেন।
২৮ বল খেলে ৭টি চার আর এক ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শেষদিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ বলে দুই ছক্কা আর এক চারের সাহায্যে ১৭ রান করেন দীনেশ কার্তিক।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৬/৮ রানে থামিয়ে ২০ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় ভারত।
কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০৮