স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের ম্যাচে শনিবার দিবাগত রাতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচে রক্ত ঝরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাক থেকে। চেক প্রজাতন্ত্রের গোলরক্ষকের পাঞ্চে নাক ফেটে যায় সিআরসেভেনের। ম্যাচে অবশ্য বড় জয় তুলে নিয়েছে রোনালদো বাহিনী।
গোল না পেলেও রোনালদো করেছেন অ্যাসিস্ট। ম্যাচের ৩৩তম মিনিটে দিয়েগো দালোতের গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দালোত, পর্তুগাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
৮২তম মিনিটে ফের পর্তুগালের গোল। কর্নার থেকে রোনালদোর উড়িয়ে মারা বল পেনাল্টি বক্সের মধ্যে এক ড্রপ খেয়ে দিয়েগো জতার কাছে চলে আসে। গোল করতে মিস করেননি জতা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
এই জয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পর্তুগাল। মঙ্গলবার রাতে ঘরের মাঠে শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে রোনালদোরা। এই ম্যাচে কোনোরকমে ড্র করতে পারলেই শেষ চারে জায়গা করে নেবে পর্তুগিজরা। অন্যদিকে শেষ চারে যেতে হলে জিততেই হবে স্পেনকে।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯