আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন পর্তুগীজ প্রধানমন্ত্রী এন্তোনিউ কস্তা। খবর এনডিটিভির। জাতিসংঘের ৭৭তম অধিবেশনে বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে বৃহস্পতিবার বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত, ব্রাজিল ও আফ্রিকা মহাদেশ থেকে প্রতিনিধিত্ব থাকা উচিত। পর্তুগীজ প্রধানমন্ত্রী বলেন, আমাদের এমন প্রতিনিধি দরকার যারা সক্রিয় ও কর্মতৎপর। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা দিয়ে নিরাপত্তা পরিষদে জাতিসংঘের অন্য সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে নানা বিষয় চুলছেঁড়া বিশ্লেষণ করতে পারবে।
এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জাতিসংঘের অধিবেশনে বলেন, ‘আমাদের প্রচেষ্টা সবসময়ই শান্তি প্রতিষ্টা করা। উত্তর থেকে দক্ষিণ, বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই জাতিসংঘের মতো আমাদেরও উদ্দেশ্য। কিন্তু এই বিষয়ে রাশিয়াকে কোনও কথা বলতে কেউ শুনেছে কোনওদিন? অথচ রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়া কেন এই পদে থাকবে? কি কারণ যে ভারত, জাপান ব্রাজিল বা ইউক্রেন স্থায়ী সদস্য হতে পারে না? এমন একটি দিন নিশ্চয়ই আসবে যেদিন এই সমস্যারও সমাধান হবে।’
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২১