আন্তর্জাতিক ডেস্ক : আবারও সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বুধবার সুদ হার বাড়ানোর পর ব্যাংকটি আরও বলেছে, ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির লাগাম টানতে সামনের দিনগুলোতে সুদের হার আরও বাড়াতে হবে। যদিও বিশ্বব্যাংক বারবারই সতর্ক করে বলছে, এই সুদের হার বৃদ্ধির পরিণাম হতে পারে বৈশ্বিক মন্দা।
টানা তৃতীয় বারের মতো ০.৭৫ শতাংশ সুদের হার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। গত ৪০ বছরে সর্বোচ্চ পরিমাণে বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতির লাগাম টানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দাম বৃদ্ধি আমেরিকান পরিবারগুলো ও ব্যবসা-বাণিজ্যকে বেশ চাপে ফেলেছে। ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর চাপ বাড়ছে। এছাড়াও ফেডারেল ওপেন মার্কেট কমিটি জানিয়েছে, অচিরেই ৩.৭ থেকে ৪.৪ শতাংশ বাড়তে পারে বেকারত্ব। যার অর্থ দাঁড়ায় লাখ লাখ আমেরিকান কাজ হারাবে।
সূত্র: এনবিসি নিউজ
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫