জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি কারাগারের বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিলো তিন শিক্ষার্থী। খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেয় ওই তিন শিক্ষার্থী।
কারাগারে বসে পরীক্ষায় অংশ নেয়া তিন শিক্ষার্থী হলো, খাগড়াছড়ি সদরের মো. সোহাগ আলম, পানছড়ির মো. আরিফুল ইসলাম ও মাটিরাঙ্গার নিপুন ত্রিপুরা। পরীক্ষায় অংশ নেওয়া খাগড়াছড়ি সদরের কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে আছে। মো. আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে হত্যা মামলার আসামি। অপরদিকে, মাটিরাঙ্গার নিপুন ত্রিপুরা মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুলের শিক্ষার্থী। সেও হত্যা মামলার আসামি।
জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসেই পরীক্ষা দিচ্ছে। তারা তিন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়েছে। নির্ধারিত সময়েই তারা পরীক্ষায় অংশ নেয়।