স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে পুরান বাড়ি থেকে নুতন বাড়ি থেকে নতুন বাড়ি ফিরছিলেন বাসু মিয়া। এসময় সোনাইমুড়ী টু লাকসাম সড়ক পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক বাসুর মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ১১.২৯