আন্তর্জাতিক ডেসক্ : পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওর শ্যালিকাকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠিয়েছেন দেশটির একটি আদালত। কাস্তিলিওর শ্যালিকার নাম ইয়েনিফার পেরেদেস। তাকে রোববার বিচারক ৩০ মাসের প্রাক্-বিচারে আটকাদেশ দিয়েছেন। খবর রয়টার্সের। ইয়েনিফারকে ছোট থেকে লালন–পালন করে বড় করেছেন কাস্তিলিও ও তার স্ত্রী। এ কারণে ইয়েনিফারকে প্রায়ই নিজের ‘মেয়ে’ বলে সম্বোধন করেন কাস্তিলিও।
ইয়েনিফারকে এখন পর্যন্ত কোনো অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। তবে আপাতত তাকে কারাগারে থাকতে হবে। বামপন্থী কাস্তিলিও ১৩ মাস ধরে ক্ষমতায় আছেন। ইতিমধ্যে একাধিক কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছে। তিনি দুটি অভিশংসন প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। কোনো অন্যায় করেননি বলে দাবি করে আসছেন কাস্তিলিও। তার অভিযোগ, ক্ষমতা থেকে তাকে অপসারণের চেষ্টা চলছে। এ চেষ্টার অংশ হিসেবে প্রসিকিউটররা নানা তৎপরতা চালাচ্ছেন।
কাস্তিলিও সরকারের সাবেক এক মন্ত্রী কয়েক মাস ধরে পলাতক। অন্যদিকে দেশটির বর্তমান পরিবহনমন্ত্রীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে। প্রসিকিউটরদের ভাষ্য, কাস্তিলিওর পাশাপাশি বর্তমান পরিবহনমন্ত্রীও একটি অপরাধী সংগঠনের অংশ। পেরুর প্রসিকিউটররা কাস্তিলিওর স্ত্রী লিলিয়া পেরেদেসের বিদেশ ভ্রমণের ওপর তিন বছরের জন্য নিষেধাজ্ঞা চায়।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮