তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “সাহসী যৌবনে সুন্দর আগামী” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে যুব ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে নানা আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে যুব বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ সরকারের সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন সহ:সভাপতি কাজল সরকার, যুব ইউনিয়ন নেতা সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল সরকার, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, যুব নেতা আল আমীন খান প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৮