ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম মোল্লা হৃদয় (১৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার দুই বন্ধু।
বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্লার ছেলে এবং এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত হৃদয়ের বন্ধু রফিক জানান, প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় অ্য্যাম্বুলেন্সের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/সকাল ৯.৩৬