মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : জ্বালানী তেল,গনপরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মুল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি।
উপজেলা ও পৌরবিএনপিসহ সহযোগী সংগঠন সমুহের আয়োজনে বুধবার দুপুরে হিলি বাজারস্থ্য দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করেন তারা। সভায় বক্তারা বলেন বিশ্বে যখন তেলের দাম কমে তখন সরকার দেশে ভোজ্য ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এতে করে সবকিছুর দাম হুহু করে বাড়ছে এতে করে জনগনের নাভিশ্বাস উঠে গেছে। তাই মানুষের অধিকার ফেরাতে আন্দোলন ছাড়া কোন উপায় নেই। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবেনা বলেও হুশিয়ারী দেন।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক সহ অনেকে।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮