মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছে জেলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় এসময় বিটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এবং জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ইনডিপেনডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোমেন মুনি, সদস্য ও আরটিভি’র জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এস সোলায়মান আলী, প্রেসক্লাব জয়পুরহাট সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, মডেল প্রেসক্লাবে সাধারন সম্পাদক বিপুল কুমার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জেলা প্রেসক্লাবের দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব আরমানসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
সভায় নবাগত পুলিশ সুপার জানান, সাংবাদিকরা হলো সমাজের দর্পন, তাই সাংবাদিকদের সহযোগীতা চেয়ে জেলার বিভিন্ন সমস্যা সমাধানে এক সাথে কাজ করার ব্যাত্যয় প্রকার করেন।জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ নূরে আলম। তিনি ২৫ তম বিসিএস পুলিশ সার্ভিসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ লাভ করেন। কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে সদর সার্কেল রাঙ্গামাটি, কলাপাড়া সার্কেল পটুয়াখালী, শিবালয় সার্কেল মানিকগঞ্জ, সহকারী পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্টোপলিটন পুলিশ, কমান্ডার হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ ও নারায়নগঞ্জ জেলা, সর্বশেষ পুলিশ সুপার হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিবি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেছেন ।ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/বিকাল ৩.১৫