ডেস্ক নিউজ : বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি এবার ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘সবার সম্মিলতি প্রচেষ্টায় দেশের অনেকখানি জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করবে। ‘আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী তার ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
পাশাপাশি ব্যক্তি পর্যায়েও আমরা যদি আমাদের অভ্যাসে ছোটখাট কিছু পরিবর্তন আনি, বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করি, খেয়াল করে লাইট, ফ্যানগুলো বন্ধ করি, ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালাই ও দিনের আলো বেশি ব্যবহার করি তাহলে সবার এই ছোট ছোট কন্ট্রিবিউশান মিলে দেশের অনেকখানি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করবে। ‘
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৩৮