আন্তর্জাতিক ডেস্ক : তিনি দিল্লির ‘রবিনহুড’। তার একমাত্র লক্ষ্য ছিল ধনী এলাকা। শুধুমাত্র ধনীদের বাড়ি থেকেই টাকা, গয়না চুরি করতেন তিনি। আর চুরির টাকার একটা অংশ হাতে তুলে দিতেন গরিব মানুষদের হাতে। আর এ কারণেই তার নাম হয় দিল্লির রবিনহুড।
রাজধানী দিল্লির বুকে ২৭ বছরের ওয়াসিম আকরাম ওরফে লম্বু পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একের পর এক চুরির খবর আসে প্রভাবশালী ধনী ব্যক্তিদের বাড়ি থেকে। পুলিশ বুঝতেও পারে কে করছে এসব।
গোপনে খবর পেয়ে তাকে ধরতেও গেছে পুলিশ। কিন্তু নাগাল পায়নি। কারণ লম্বু যেখানে থাকতেন সেখানকার মানুষই তাকে আগে থেকে খবর দিয়ে দিত পুলিশের গতিবিধি সম্পর্কে। ফলে পুলিশ আসার আগেই সেখান থেকে পালাতেন তিনি।
চলতি বছরের জুনে পুলিশ গ্রেফতার করতে গেলে গুলি ছুড়ে পালান আকরাম। অবশেষে গত শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৯