আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরেগনে কলাম্বিয়া রিভার জর্জে শুক্রবার হাইকিং করতে গিয়ে ১০০ ফুট উঁচু থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউএসএ টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মারা যাওয়া নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি পোর্টল্যান্ডের বাইরে মাল্টনোমাহ ফলস-লার্চ মাউন্টেন ট্রেইলে বন্ধুদের সাথে হাইকিং করছিলেন।
মাল্টনোমাহর কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এত উঁচু থেকে পড়ায় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তারা আরো জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে প্রথমে উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। তারা পৌঁছনোর আগে ঘটনাস্থলে থাকা অন্য নারীরা সিপিআর প্রদানের মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা করেন।
করবেট ফায়ারের কর্মকর্তারা হাইকিং পথের শুরু থেকে প্রায় ১ দশমিক ৩ মাইল দূরে গিয়ে তার মৃতদেহটি পান। তারা জানান, ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। শেরিফের অফিস জানিয়েছে, নিহতের পরিবারকে জানানোর পর তার পরিচয় বের করা হবে।
অরেগনের সবচেয়ে উঁচু জলপ্রপাত হলো মাল্টনোমাহ। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক বিনোদনের স্থান এটি। পোর্টল্যান্ড থেকে গাড়ি চালিয়ে পৌঁছতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। মার্কিন ফরেস্ট সার্ভিসের তথ্যমতে, এখানে প্রতিবছর প্রায় ২০ লাখ দর্শক ভিড় করে।
সূত্র : ইউএস টুডে।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮