আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একই পরিবারের আট সদস্যসহ কমপক্ষে ২২ জন নিহত এবং ১০ জন আহত হন। নিখোঁজ রয়েছেন ৬ জন।
শুক্রবার (১৯ আগস্ট) থেকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের মান্ডি, কাংড়া এবং চাম্বা জেলাগুলো।
এ বিষয়ে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুদেশ কুমার মোখতা বলেন, রাজ্যে এ নিয়ে এখনও পর্যন্ত ৩৬টি আবহাওয়া সংক্রান্ত ঘটনা রিপোর্ট করা হয়েছে।
জানা যায়, মান্ডিতে মানালি-চন্ডিগড় জাতীয় মহাসড়ক এবং শোঘির শিমলা-চন্ডিগড় মহাসড়কসহ ৭৪৩টি রাস্তা যানবাহন যানজটে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী জানিয়েছেন, শুধুমাত্র মান্ডিতেই ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জন মারা গেছে এবং পাঁচজন নিখোঁজ হয়েছে।
তিনি আরও জানান, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং পুলিশের চার ঘণ্টার দীর্ঘ অনুসন্ধান অভিযানের পর একটি পরিবারের আট সদস্যের মৃতদেহ তাদের বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। বাড়িটি ভূমিধসে ধসে পড়েছিল।
এদিকে, বৃষ্টির কারণে রেলসেতুর তিনটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়, তার জেরেই ভেঙে পড়েছে সেতুটি। ভারী বৃষ্টির কারণে কাংরা, কুল্লু ও মান্ডি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে।
এছাড়া বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে নতুন ৩ জেলায়। জেলাগুলো হলো- কাংরা, চম্বা ও বিলাসপুর।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় ও পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে হিমাচল রাজ্য সরকার।
এদিকে, উত্তরাখণ্ড প্রদেশে ৪ জনের প্রাণহানি এবং ১০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া নদী বিপদসীমা অতিক্রম করায় এবং সেতু ভেসে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওড়িশা, যা ইতিমধ্যেই বন্যার কবলে পড়েছে এবং প্রায় সাড়ে ৪ লক্ষ লোক অধ্যুষিত ৫০০টি গ্রাম ডুবে গেছে। রাজ্যের কিছু অংশে নতুন করে ভারী বৃষ্টিপাতের ফলে আরও ক্ষতির সম্মুখীন হয়েছে। কর্মকর্তারা চারজনের মৃত্যুর খবর জানিয়েছেন।
রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোরসহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ দল মোতায়েন করেছে। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্র- এনডিটিভি
কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/সকাল ১০.১৬