ডেস্কনিউজঃ ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিমা কর্মকর্তারা। যুদ্ধক্ষেত্রে ব্ল্যাক সি ফ্লিট দুর্বল হয়ে পড়েছে বলে পশ্চিমা কর্মকর্তারা মন্তব্য করেছেন। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা কর্মকর্তারা ধারণা করেছেন গত ৯ আগস্ট রাশিয়ার সাকি বিমানঘাঁটিতে বিস্ফোরণ এবং অন্যান্য হামলায় ব্ল্যাক সি ফ্লিটের অর্ধেকেরও বেশি নৌ ও বিমান কার্যক্ষমতা হারিয়েছে।
পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার হারানো আর রাশিয়ার তাড়াহুড়া করে স্নেক আইল্যান্ড ছাড়া এটাই ইঙ্গিত দিচ্ছে যে, এক সময়ের শক্তিশালী ব্ল্যাক সি ফ্লিটকে এখন কিছুটা কোণঠাসা হয়ে সতর্ক আর আত্মরক্ষামূলক ভঙ্গি গ্রহণ করতে হচ্ছে।
যদিও রাশিয়ার তরফ থেকে ব্ল্যাক সি ফ্লিট নিয়ে উল্টো কথা বলা হচ্ছে। ব্ল্যাক সি ফ্লিটের সদ্য নিয়োগপ্রাপ্ত কমান্ডার ভিক্টর সোকোলভ বলেছেন, ব্ল্যাক সি ফ্লিট বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে সব দায়িত্ব পালন করেছে।
ভিক্টর সোকোলভ বলেন, ব্ল্যাক সি ফ্লিট আকাশ ও স্থলভিত্তিক বাহনের পাশাপাশি নতুন ১২টি জাহাজ পেতে যাচ্ছে।
এর আগে বুধবার রুশ সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছিল ব্ল্যাক সি ফ্লিটের নেতৃত্বে পরিবর্তন এনেছে রাশিয়া। ইগর ওসিপভ বদলে ভিক্টর সোকোলভ ব্ল্যাক সি ফ্লিটের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছিল আরআইএ।
২০১৯ সাল থেকে ইগর ওসিপভ ব্ল্যাক সি ফ্লিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্ল্যাক সি ফ্লিটে ধারাবাহিক বিপর্যয়ের পর তাকে সরিয়ে দেওয়া হয়।
কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ রাত ৯.৪৪