বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শাম্মী আক্তার নামে এক জনপ্রতিনিধি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রয়োজনীয়তার কথা জেনে প্রসূতিকে রক্ত দিয়েছেন। সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি রক্ত দেন। শাম্মী আক্তার ব্রাহ্মণাবড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য (মেম্বার)। তার স্বামী মো. মহসীন খন্দকার একই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।এক প্রসূতি মায়ের জন্য জরুরি ভিত্তিতে এক ব্যাগ ‘ও পজেটিভ’ রক্তের প্রয়োজনীয়তার কথা জেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ^জিৎ পাল বাবু।
স্ট্যাটাস দেওয়ার মিনিট দু’য়েকের মাথায় মো. মহসীন খন্দকার কমেন্টস এ নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে তিনি প্রস্তুত আছেন বলে উল্লেখ করেন। রক্ত গ্রহীতাদের পক্ষে যোগাযোগ করা হলে কিছুক্ষণের মধ্যেই তিনি স্ত্রী শাম্মী আক্তারকে নিয়ে হাসপাতালে হাজির হন। শাম্মী আক্তার সেখানেই এক ব্যাগ রক্ত দেন।পৌর এলাকার মেড্ডার চয়ন বিশ^াস বলেন, ‘কালের কণ্ঠের প্রতিনিধি বিশ^জিৎ পাল কারো রক্তের প্রয়োজন হলে সামাজিক দায়িত্ববোধ থেকে জোগাড়ের চেষ্টা করেন। তিনি প্রায়ই এ সংক্রান্ত স্ট্যাটাস দেন। কালাইশ্রীপাড়ার এক স্বজনের রক্তের প্রয়োজনীয়তার কথা জানতে পেরে বিষয়টি আমি কালের কণ্ঠের প্রতিনিধিকে অবহিত করি। কিছুক্ষণের মধ্যে তিনি স্ট্যাটাস দিলে সঙ্গে সঙ্গেই সাড়া মেলে। কমেন্টস এ দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে সাবেক ইউপি মেম্বার মহসীন খন্দকার তার স্ত্রীকে নিয়ে এসে রক্ত দেওয়ান।
মো. মহসীন খন্দকার বলেন, ‘সাংবাদিকের স্ট্যাটাস দেখে মনে পড়ে যায় যে আমার স্ত্রীর রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’। জাতির জনকের শাহাদাৎবার্ষিকি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসি।শাম্মী আক্তার বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসে রক্তের প্রয়োজনীয়তার কথা জেনে আমার স্বামী জানালে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। এ ধরণের মানবসেবামূলক কাজ করতে পেরে আমি খুশি। যারা ওই প্রসূতি মাকে বাঁচাতে এগিয়ে এসেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।ওই প্রসূতি নারীর স্বজনরা রক্তদাতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, রক্ত পেলেই ওই নারীর চিকিৎসা শুরু করা যেতো। এত দ্রুত সময়ের মধ্যে রক্ত পেয়ে যাবেন সেটা তারা ভাবতেও পারেননি। এর মধ্য দিয়ে মানবতার জয় হলো।
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৮