এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দামে সার বিক্রি ও বেআইনিভাবে সার মজুদ রাখার অভিযোগে ডিলারসহ দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ১৪ আগস্ট দুপুরে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ আদালত পরিচালনা করে এক বিসিআইসি সার ডিলারসহ দুই ব্যবসায়ীকে এ জরিমানা করেন।
১৪ আগষ্ট অলাইন কুইক নিউজে “সার-ডিজেলের দামবৃদ্ধি চৌগাছায় আমন ও শীতের সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক” শিরোনামে খবর প্রকাশ হলে তা উপজেলা প্রশাসনের নজরে পড়ে। ফলে নড়ে বসেন প্রশাসন তার অংশ হিসেবে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত । জানা যায়, সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দামে সার বিক্রি, ডিলার কর্তৃক বেআইনিভাবে সার মজুদ করার অভিযোগে চৌগাছা সদর ইউনিয়নের কয়ারপাড়া বাজারের বিসিআইসি সার ডিলার রাণীএন্টারপ্রাইজের মালিক শাহাদত হোসেনের নিকট থেকে ২০ হাজার টাকা ও চৌগাছা বাজারের লাইসেন্সবিহীন খুচরা সার বিক্রেতা দীপু এন্টারপ্রাইজের মালিক দীপু গাজীরনিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, উপসহকারি কৃষি কর্মকর্তারা এবং চৌগাছা থানার উপ-পরিদর্শক বিপ্লব সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, কৃষকের ন্যায্যমুল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৮