ডেস্ক নিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই পঁচাত্তরের ১৫ আগস্ট দেশি-বিদেশি চক্র মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করলেও স্বপ্নকে মুছে ফেলতে পারেনি খুনিরা। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা।
রোববার দুপুরে ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। উপজেলা মহিলা ও যুব মহিলা লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- নাওয়াল গ্রুপের চেয়ারম্যান ফারজানা চৌধুরী রত্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, যুব মহিলা লীগের সভানেত্রী কামরুন্নাহার সুমিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮