এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সুখপুকুরিয়া ইউনিয়ন জাতীয় পাটির কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান, সাধাণ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তবিবর রহমান। শুক্রবার ১২ আগষ্ট বিকেলে এ উপলক্ষে সুখপুকুরিয়া ইউনিয়ন জাতীয় পাটির উদ্যোগে আন্দুলিয়া বাজারে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপত্বি করেন সুখপুকুরিয়া ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক আব্দুল মান্নান। প্রধান তথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জাতীয় পাটির আহবায়ক ডাঃ নাজিম উদ্দীন, প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মকবুল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ মৃধা, উপজেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক শফিকুল কবির শনু, উপজেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক প্রণব কুমার রায়।
এ সময় বক্তরা তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সমালোচনা করে সরকারের ব্যার্থতা তুলে ধরেন। আলোচনাসভা শেষে প্রধান অতিথি সভায় উপস্থিত কর্মীদের কন্ঠ ভোটে আব্দুল মান্নানকে সভাপতি, মোশারফ হোসেনকে সাধাণ-সম্পাদক ও তবিবর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে হয়েছেন ৫১ সদস্যের সুখপুকুরিয়া ইউনিয়ন জাতীয় পাটির কমিটি ঘোষনা করেন।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৮