এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার ১২ আগষ্ট উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে । এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও যুব প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করা হয়। “বয়স-নির্বিশেষে সাম্য, সব বয়সীদের জন্য এক বিশ্ব” এ প্রতিপাদ্যেকে এ যুব দিবস পালিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সুভাষ চন্দ্র চক্রবর্তী। বক্তৃতা করেন উপজেলা সহকারী যুব উন্নয়নকর্মকর্তা মুর্শেদ আলম, যুব সংগঠন সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত, যুবক উদ্যোক্তা শাহাবুল আলম, বি এম নাজমুল কবির, মহিলা সংগঠন সোনালী আক্তার, যুব অফিসের কোষাধক্ষ আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে সনদ বিতরণ ও আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করা হয়।
কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮