সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বদলগাছী উপজেলার নওগাঁ-বদলগাছী সিএনজি স্ট্যান্ডে বদলগাছী রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার ব্রাক্ষ্মমপাড়া উপজেলার আশাবাড়ী গ্রামের মতিন মিয়ার ছেলে ছাদেক মিয়া (৩৮) এবং নওগাঁ বদলগাছী উপজেলার ঢেকরা মৃধাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. শাহিন আলম (৩৫)। এ বিষয়ে ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও’সি) শফিউল আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বদলগাছী উপজেলার নওগাঁ-বদলগাছী সিএনজি স্ট্যান্ডে বদলগাছী রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ওই দিন বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯