জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ট্রাক ও মিনি ট্রাক মালিক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের ত্রি বার্ষিক- কাউন্সিল ২০২২ নির্বাচনে সভাপতি হাজী মো:জসিম উদ্দিন সাধারন সম্পাদক মো:আকতার হোসেন নির্বাচিত। রোববার (৭আগষ্ট ২০২২ইং) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে বিকাল ৪টা পর্যন্ত টানা ১০৩ জন ভোটারের ভোট গ্রহনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলা ট্রাক ও মিনি ট্রাক মালিক গ্রুপের ত্রি-বার্ষিক কাউন্সিল শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচিত হলেন যারা সভাপতি পদে হাজী মো:জসীম উদ্দিন প্রাপ্তভোট ৬৪ নিকটতম প্রার্থী হাজী মো:আব্দুল মোবিন প্রাপ্তভোট ৩৯ সাধারন সম্পাদক পদে মো:আকতার হোসেন ৫৭ নিকটতম প্রার্থী মো:জামাল উদ্দিন প্রাপ্ত ভোট ৪৬ যুগ্ন-সাধারন সম্পাদক মো:সিরাজুল ইসলাম ৩৪ ভোট পেয়ে নির্বাচিত কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান ৭৪ নিকটতম প্রার্থী আশীষ বরন প্রাপ্তভোট ২৯। নির্বাচন পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন ও সহকারি নির্বাচন কমিশনার মো:মনির হোসেন ও মো:আব্দুর রাজ্জাক।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩