স্পোর্টস ডেস্ক : চোটজর্জর বাংলাদেশ দল ব্যাটার একজন কমিয়ে ৫ বোলার নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ। সেই লক্ষ্যে টসে হেরে ব্যাটিং পেয়ে দারুণ শুরু করেন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে কিছুটা ধীরগতি দেখালেও আজ দ্রুতগতিতে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন।
তবে ইনিংস বড় করার আগেই সাজঘরে ফিরলেন। হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট হয়ে গেলেন। ফিফটি ছুঁতে ৪৪টি বল খরচ করেছেন তামিম। যেখানে চারের মারই ১০টি। আর ছক্কা একটি। আগের ম্যাচে ৪৮ রানে দাঁড়িয়ে তামিম খেলেছিলেন ৯টি ডট বল। এবার ৪৬ রান থেকে চার মেরে পৌঁছে গেলেন অর্ধশতকে।
ক্যারিয়ারে এটি ৫৫তম ফিফটি তামিমের। সর্বশেষ ৬ ইনিংসে চতুর্থ। ১১তম ওভারের শেষ বলে টানাকা চিভাঙ্গার শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে তাকুদজোয়ানাশে কাইতানোর হাতে তালুবন্দি হন তামিম।
৪৫ বলে ৫০ রান করেই থামলেন তামিম। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের ১১ ওভারে সংগ্রহ ১ উইকেট হারিয়েছে ৭১ রানে। খেলা হয়েছে আজ তামিম শুরু থেকেই ছিলেন দুর্দান্ত । প্রথম ওভারে অভিষিক্ত ব্র্যাডলি এভান্সকে দুটি চার মারেন তামিম। প্রথমটি প্যাডের ওপর থেকে ফ্লিক করে, পরেরটি কাভার ড্রাইভ করে। পরের ওভারে ভিক্টর নিয়াউচি কাট করে আরেকটি চার মারেন এ ড্যাশিং ওপেনার।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০