স্পোর্টস ডেসক্ : চলতি মাসের ২৭ তারিখ থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপ সামনে রেখে সবার আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারণা করা হচ্ছিল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এশিয়া কাপের অধিনায়কের নাম এবং দল ঘোষণ করা হবে।
বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আসলে এই মুহূর্তে আমি জানি না এশিয়া কাপে কে অধিনায়ক হবে। আর দুই-তিন দিনের মধ্যে আমরা নিশ্চিত করতে পারব। অধিনায়ক হওয়ার দৌড়ে তিনজনের নাম এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন দাসের নামও আছে। সম্ভাব্য তালিকায় নুরুল হাসান সোহানও আছে। তবে আগে দেখতে হবে সে এশিয়া কাপে খেলতে পারবে কিনা। অধিনায়ক এখনো চূড়ান্ত করা হয়নি।
চলতি মাসের ২৭ তারিখ থেকে আবর আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে এশিয়া কাপের জন্য সবার আগে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:১৯