ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় অন্তত ৪০ জন ইউক্রেনীয় বন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যমগুলো শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত প্রেস বিফ্রিংয়ে জানান, দোনেৎস্কের ওলেনিভকার এলাকার একটি বিচার পূর্ববর্তী আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের তৈরি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম (হিমার্স) ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেখানে আজভ ব্যাটালিয়নের যোদ্ধাসহ ইউক্রেনীয় সামরিক যুদ্ধবন্দীরা রয়েছেন।
ওই হামলায় ৪০ জন ইউক্রেনীয় বন্দি নিহত ও ৭৫ জন আহত হওয়ার পাশাপাশি আটজন কারারক্ষী নিহত হয়েছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
কিউএনবি/বিপুল/২৯.০৭.২০২২/ বিকাল ৫.৫৭