আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বন্দি বিনিময় নিয়ে এখনো আলোচনা চলছে। তবে সেই আলোচনা এখনো ফলপ্রসু হয়নি বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, রুশ বাহিনীর হামলায় পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে চারজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন অন্তত ১১ বেসামরিক। বুধবার এ হামলা চালায় রুশ বাহিনী বলে জানিয়েছে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী। প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ এই মাসের শুরুর দিকে একটি বাস স্টপসহ একাধিক অনুষ্ঠানে ইউক্রেন দোনেৎস্ক শহরে গোলাবর্ষণের অভিযোগ করেছে।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮