স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের জার্সিতে একের পর এক গোল করে ‘গোল মেশিন’ নামে আখ্যায়িত হন রবার্ত লেভানদোস্কি। তাঁর মত একজন স্ট্রাইকার সবসময় প্রতিপক্ষের রক্ষণের কাছে হুমকি হয়ে দাঁড়ায়। সেই লেভানদোস্কিকে দলে টেনেছে বার্সেলোনা। দলের প্রয়োজনে গোল করতে পারদর্শী লেভানদোস্কিকে নিজেদের দলে পেয়ে উচ্ছ্বসিত বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া।
গত মৌসুমে লিওনেল মেসি দল ছাড়ার পর একজন গোল স্কোরারের অভাবে ভুগছে বার্সেলোনা। তাই আসছে মৌসুমের জন্য লেভানদোস্কিকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগে স্প্যানিশ ক্লাবটি। অবশেষে প্রায় ৪ কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়াল বার্সেলোনা। আগেই নিশ্চিত হলেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লেভানদোস্কির দলে যোগ দেয়ার কথা জানায় বার্সেলোনা।
২০১৪ সালে জার্মান ক্লাবটিতে যোগ দিয়ে সেখানে পার করেছেন আট বছর। মাঠের উজ্জ্বল পারফরম্যান্স দিয়ে হয়ে ওঠেন দলের প্রাণভোমরা। টানা সাত মৌসুমে করেন ৪০-এর অধিক গোল। আট মৌসুমে জার্মান বায়ার্নের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেছেন তিনি। ক্লাবটির হয়ে আটটি বুন্দেসলিগা, তিনটি জার্মান কাপ, চারটি জার্মান সুপার কাপ এবং একটি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।
এমন একজন গোলস্কোরাকে যেকোনো ডিফেন্ডার দলে পেতে চায় বলে মনে করেন এরিক গার্সিয়া। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে এই ডিফেন্ডার বলেছেন,’আমি মনে করি, একজন ডিফেন্ডার হিসেবে লেভানদোস্কিকে দলে পাওয়া সবচেয়ে ভালো ব্যাপার। সে একজন বিশ্বমানের ফরোয়ার্ড। আমি নিশ্চিত, সে আমাদের অনেক সাহায্য করবে। আশা করি, সে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাহায্য করা শুরু করবে। ‘
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩০