আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা প্রত্যাশীদের নানানভাবে হয়রানি করে আসছে এক শ্রেণির দালালচক্র। এসব হয়রানি বন্ধে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।বুধবার (২০ জুলাই) পাসপোর্ট সেবা প্রত্যাশী কয়েকজন বাংলাদেশিকে হয়রানির অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করেছে হাইকমিশনের কর্মকর্তারা।আটক ইমরান ও লাভলু মৃধা হাইকমিশনে প্রবেশের জন্য প্রবাসীদের কাছ থেকে ১২০ রিঙ্গিত নিয়েছে।কেডা প্রদেশ থেকে আসা বিল্লাল মিয়া অভিযোগ করেন, গত ৮ মাস আগে অতিরিক্ত অর্থ দিয়ে পাসপোর্ট করতে দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় এক দালাল। এ বিষয়ে হাইকমিশনে আসেন তিনি। এ সময় কমিশনে ঢুকতে চাইলে ১২০ রিঙ্গিত দাবি করে লাভলু মৃধা।আটক লাভলু মৃধা ও ইমরান অনৈতিক এ বিষয়টি স্বীকার করে। এ ধরনের কর্মকাণ্ডে আর জড়িত না হতে হাইকমিশনে লিখিত মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা হাইকমিশনের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন বলেন, প্রচলিত আইন ভঙ্গ করে সাধারণ প্রবাসীদের হয়রানির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তবে তাদের পরিবারের কথা চিন্তা করে মুচলেকা ও ভুক্তভোগীর অর্থ ফেরত দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ায় থাকা ভুক্তভোগী বিল্লাল মিয়া বলেন, হাইকমিশনের সেবায় আমি দারুণ খুশি, পাসপোর্টের সমস্যার সমাধান হয়েছে। যারা হাইকমিশনে আসতে ভয় পান, তাদেরকে পাসপোর্টের যে কোন সমস্যা সমাধানে সরাসরি হাইকমিশনের পাসপোর্ট অফিসে আসার অনুরোধ জানান তিনি।
পাসপোর্ট শাখার দায়িত্বে থাকা প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন বলেন, প্রবাসীদের সেবায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। যেকোনো সমস্যার সমাধানে দালালের মাধ্যমে না গিয়ে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সাধারণ প্রবাসীদের হয়রানির সঙ্গে জড়িতদের অনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসারও আহ্বান জানান তিনি।