শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম, সিলেট এর পক্ষ থেকে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।গত ৩০ জুন বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম, সিলেট এর সভাপতি জিএম (অবঃ) মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ লায়েছ উদ্দিন, ফোরাম সিনিয়র সহ সভাপতি সনদীপ কুমার রায়, জিএম (অবঃ) আমেরিকা প্রবাসী সিনিয়র অফিসার (অবঃ) মোঃ আতাউর রহমান, ফোরাম সাধারণ সম্পাদক এস এম আব্দুল হাই পীর, পিও (অবঃ) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।