মাটিরাঙ্গা পৌরসভায় এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর মতবিনিময় সভা অনুষ্টিত
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
শনিবার, ১৬ জুলাই, ২০২২
১৫১
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদের যৌথ উদ্যােগে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) প্রধান নির্বাহী প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিন।শুক্রবার (১৫জুন ২০২২ইং)বিকাল ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিন।
মাটিরাঙ্গা পৌরসভার সচিব পারভিন আক্তার এর সঞ্চালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী, মো:এনামুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির চট্রগ্রামের তত্তবধায়ক প্রকৌশলী মো:তফাজ্জল হোসেন, প্রকল্প পরিচালক মো:নুর নবী প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) প্রধান নির্বাহী প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যান্তঞ্চলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্কুল,কলেজ, মাদরাসা,ব্রিজ, সাইক্লোনসেন্টার, গ্রামীন রাস্তার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সকল রাস্তা ম্যান্টেনেন্সের জন্য জরুরিভাবে স্কিম পাঠাতে নির্দেশ প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁন কে ।