বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর পাতারিয়াটেক হযরত শাহ সৈয়দ সুলতান গোলাম রহমান মাওঃ গাউছে আযম মাইজ ভান্ডারীর ভক্ত সৈয়দ মাওঃ বাহাউদ্দীন শাহ এর শিষ্য হযরত সওদাগর শাহ্ (রহঃ) এর ৪৫তম বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে। বুধবার তার নিজ মাজার প্রাঙ্গণে সারা রাত্র ব্যাপী আয়োজিত ওরছ মোবারকের সভাপতিত্ব করেন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান শিশু।
মনিয়ন্দ ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাউছার মিয়া কাউছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ মহসিন মিয়া মন্টু। মরহুম সওদাগর শাহ্ (রহঃ) এর নাতি খাজা ইকবাল শাহ্ এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিস মিয়া, দরবারের ভক্ত আনোয়ার ভান্ডারী, ডালিম ভান্ডারী, দরবারের ভক্ত আশেকান, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অলি আওলিয়াগনের শানে ফাতেহা পাঠ, মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের পর সারা রাত্রব্যাপী বাউল গান আয়োজন করা হয়। এতে বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী রহিম পাগল ও সাথী দেওয়ান। ওরছ মোবারকে বাউলগান শুনতে এলাকার বিভিন্ন স্থান থেকে গানপ্রেমী ভক্ত আশেকানদের উপস্থিতি লক্ষ্য করা গেছে………………(ভক্সপপ)।
অনুষ্ঠানের ব্যাবস্থাপক খাজা ইকবাল শাহ্ বলেন, আমার দাদা মরহুম সওদাগর শাহ্ গাউসুল আজম মাইজভান্ডারির ভক্ত ও হযরত শাহ সুফি সৈয়দ বাহাউদ্দীন (রহঃ) এর শিষ্য ছিলেন, তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছর আমরা সবাই মিলে একটি ওরছের আয়োজন করে থাকি। এবং তা প্রতি বছর চালিয়ে যাবার ইচ্চে আমাদের রয়েছে।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮