বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় দায়িত্বরত বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। শনিবার বেলা সাড়ে ১২টায় সীমান্তের বিএসএফ’র হাতে তিন প্যাকেট মিষ্টি তুলে দেওয়া হয়।ভারতের ত্রিপুরা ফ্রন্টিয়ার কমান্ডার ১২০ ব্যাটালিয়নের আগরতলা আইসিপি ইনচার্জ এসআই শ্রীকান্তের হাতে তিন প্যাকেট মিষ্টি তুলেদেন বিজিবি ৬০-বিজিবি ও সরাইল রিজনাল।
৬০ বিজিবি ব্যাটালিয়ন, সুলতানপুর এর অধীনস্থ আখাউড়া কম্পানি সদর এর কমান্ডার সুবেদার নুরুল হুদা মিষ্টি তুলে দেন। সুবেদার নুরুল হুদা বলেন, ‘দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদুল আযহা উপলক্ষে তাদের তিন প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি।
কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৬