ডেস্ক নিউজ : গাজীপুরের কাপাসাসিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচারিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের চিকিৎসা কর্মকর্তা (আরএসও) রফিকুল ইসলাম বলেন, সকালে দুজনকে নিহত ও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮